চ্যানেল7বিডি ডেক্স: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা:
মির্জা ফখরুল বলেন, “আমাদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না। যদি এই সরকার পক্ষপাতমুক্ত থাকতে না পারে, তাহলে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য ভিন্ন ধরনের সরকারের প্রয়োজন হবে।”
সরকারকে সংস্কারের আহ্বান:
তিনি জানান, নির্বাচনের জন্য প্রথমে ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে। ফখরুলের মতে, নির্বাচিত সরকারই জনআকাঙ্ক্ষা পূরণে সক্ষম।
নির্বাচন বিলম্বিত হলে বিপদের আশঙ্কা:
তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনে অযাচিত সময়ক্ষেপণ হলে অশুভ শক্তি তা কাজে লাগাতে পারে। তবে আমরা এখনই নির্বাচন চাই না; আগে ন্যূনতম সংস্কার দরকার।”
সব দলের ঐকমত্যের আহ্বান:
মির্জা ফখরুল সব রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক ধাপ হচ্ছে নির্বাচন। তাই দ্রুত সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা জরুরি, নইলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।”
ফখরুলের বক্তব্যের মূল প্রতিপাদ্য:
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার অভাব।
দ্রুত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার।
নির্বাচন বিলম্বিত হলে সম্ভাব্য অস্থিতিশীলতার শঙ্কা।
সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানোর গুরুত্ব।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ