নিজস্ব প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “অন্তর্বর্তী সরকারের ছয় মাসের প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।”
আজ শনিবার, ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি বিকাল ৩টার পর শুরু হয় এবং এখনও চলমান রয়েছে।
আসর নামাজের বিরতির সময় প্রধান উপদেষ্টার এই বক্তব্য সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন, কারণ আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। এটি প্রস্তুতিমূলক সভা হিসেবে বিবেচিত হচ্ছে।”