এস.এম.এ মনসুর মাসুদ :{প্রধান সম্পাদকঃ} দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রিপোর্টার, খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আজ আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। বুধবার (৩০ জুলাই) গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ টার দিকে স্ট্রোক করে মারা গেছেন।
অগণিত পাঠক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে গভীর বেদনা রেখে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। একজন সংবাদ সৈনিক হিসেবে তিনি ছিলেন আপোষহীন, নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সাংবাদিকতার দীর্ঘপথে কখনোই তিনি ক্ষমতার কাছে মাথা নত করেননি। সত্য প্রকাশে ছিলেন অবিচল, অবিচল ছিলেন ন্যায় ও মানবিক মূল্যবোধে।
সাইদুর রহমান রিমন ছিলেন এমন এক সাংবাদিক, যিনি যেখানে অন্যায় দেখেছেন, সেখানেই দাঁড়িয়ে গেছেন। তিনি জানতেন এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু কখনো পিছপা হননি। বস্তুনিষ্ঠ, সাহসী এবং সত্যভিত্তিক সাংবাদিকতার জন্য জীবনে বহুবার মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। তবু একবারের জন্যও তাঁর কলম থেমে থাকেনি। প্রতিটি মামলায় তিনি আইনের মাধ্যমে প্রমাণ করেছেন তাঁর নির্ভেজাল সততা ও পেশাগত ন্যায়পরায়ণতা।
তাঁর মৃত্যু সংবাদে দেশের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মীরা তাঁর স্মৃতিচারণে জানিয়েছেন, তিনি ছিলেন এক অনন্য পথপ্রদর্শক— অনুপ্রেরণা, সাহস ও নির্লোভ চেতনায় উজ্জ্বল এক দৃষ্টান্ত।