অধ্যাপক সি আর আবরার আগামীকাল উপদেষ্টা হিসেবে শপথ নেবেন

চ্যানেল7বিডি ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে আগামীকাল শপথ নেবেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, অধ্যাপক আবরার বুধবার সকাল ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন।

ধারণা করা হচ্ছে, অধ্যাপক আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিতে পারেন। বর্তমানে এই দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

উক্ত মিডিয়া ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *