চ্যানেল7বিডি ডেক্স: দীর্ঘ ১৭ বছর পর নিজ জেলা নেত্রকোনার মাটিতে পা রাখলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। জেলার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন এই জনপ্রিয় নেতা।
১৭ বছরের অপেক্ষার অবসান, নেতাকে বরণ করতে জনতার ঢল
বাবরের আগমনের খবর ছড়িয়ে পড়তেই নেত্রকোনার সর্বস্তরের মানুষ—দল-মত নির্বিশেষে ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে ভিড় জমায়। অনেকেই গতরাত থেকেই অপেক্ষা করছিলেন তাঁদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য।
আজ রোববার বিকেলে বাবর জনসমুদ্রে উপস্থিত হলে হাজারো কণ্ঠে শোনা যায়, দুর্দিনের বাবর ভাই, আমরা তোমায় ভুলি নাই—এই স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ।
কারাবাস ও রাজনীতি নিয়ে বাবরের বক্তব্য
জনতার ভালোবাসায় আপ্লুত হয়ে লুৎফুজ্জামান বাবর বলেন:
গত সাড়ে সতেরো বছর আমি মিথ্যা মামলায় কারাবন্দি ছিলাম। পৃথিবীতে এত দীর্ঘ সাজা কারও হয়নি, যা আমাকে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে ও আপনাদের ভালোবাসায় আমি মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি।
তিনি আরও বলেন,
ছাত্র-জনতার বিপ্লব ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদকে উৎখাত করেছি। আমার নেতা তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’। অতীতে আমি কখনো দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করিনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবো না।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ
বাবর বলেন, পতিত আওয়ামী লীগ সরকার আমার নেতা তারেক রহমান ও নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে আমাকে চাপ দিয়েছিল। আমাকে নির্যাতন করা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এবং ঈমানি শক্তিতে আমি তা করিনি।
তিনি আরও যোগ করেন,
আজও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো। আমাদের নেতা তারেক রহমান শিগগিরই আমাদের পাশে এসে দাঁড়াবেন।
সমাবেশ শেষে পবিত্র মাজার জিয়ারত ও নিজ গ্রামে যাত্রা
মোক্তারপাড়া সমাবেশ শেষে বাবর হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রা.) এর মাজার জিয়ারত করেন। এরপর নিজ বাড়ি মদনের উদ্দেশ্যে যাত্রা করেন।
তথ্যসূত্র: বাসস