হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন গ্রেফতার

অনলাইন ডেক্স: রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আইএসপিআরের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এতে আরও জানানো হয়, গত ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালায়৷এ সময় মোট ২৬ জনকে গ্রেফতার করেন তারা। এদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। অভিযানের সময় গ্রেফতার হওয়াদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *