সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি : সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামুন আহমদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার ফুলবাড়ি ইউপির শিংপুর পাঁচমাইল গ্রামের মাহবুবুর রহমান টেফন মিয়ার ছেলে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২২ মার্চ) অনুমান ৩ ঘটিকায় উপজেলার হেতিমগঞ্জ চৌমুহনীর অদুরে রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে।

জানা যায়, শনিবার অনুমান ৩ ঘটিকার দিকে মামুন আহমদ নিজ বাড়ি থেকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে মোটরসাইকেলে আসার পথে ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক মামুন আহমদকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় মামুন আহমদ সিটকে রাস্তায় পড়ে গেলে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের বেসরকারি হাসপাতাল ইসনে সিনায় নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন আহমদের মৃত ঘোষণা করেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামুন আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মো: মুহিত।

জানা যায়, আগামীকাল বাদ যোহর শিংপুর জামে মসজিদে নিহত মামুন আহমদের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *