সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি আসমা আল-আসাদ লিউকেমিয়ায় আক্রান্ত, বেঁচে থাকার সম্ভাবনা অনিশ্চিত

অনলাইন ডেক্স: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়া বা রক্ত ও অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০-৫০ বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। সংক্রমণ এড়াতে তাকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২০১৯ সালে আসমা স্তন ক্যান্সারকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে ধারণা করা হচ্ছে, রেমিশনের পর লিউকেমিয়া আবারও ফিরে এসেছে।

আসমা আল-আসাদ ১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ান অভিভাবকের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি কিংস কলেজ লন্ডন থেকে কম্পিউটার বিজ্ঞান এবং ফ্রেঞ্চ সাহিত্য বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বিনিয়োগ ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০০ সালের ডিসেম্বরে তিনি বাশার আল-আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান রয়েছে: হাফিজ, জাইন এবং করিম।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর আসমা লন্ডনে নির্বাসনে যাওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি তিনি বাশার আল-আসাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদেরও আবেদন করেন বলে জানা গেছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করে বলা হয়েছে, এসব খবরের বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।

এছাড়া আসমা রাশিয়া ত্যাগের অনুমতির জন্য রুশ আদালতে আবেদন করেছেন বলে জানা গেছে। এই আবেদন বর্তমানে রুশ কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গণবিক্ষোভ দমনের পর শুরু হওয়া গৃহযুদ্ধে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হন এবং দেশের অর্ধেক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়। ৮ ডিসেম্বর এক বিদ্রোহী হামলার পর বাশার আল-আসাদ ও তার পরিবার মস্কোতে আশ্রয় নেন। সেখানে তিনি কঠোর বিধিনিষেধের মধ্যে বসবাস করছেন এবং তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ তার সম্পত্তি জব্দের অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *