সাভারে সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি: ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ সোসাইটি সামাজিক সংগঠন “বন্ধুমহল” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪শে মার্চ) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক দুইবারের সফল কাউন্সিল ও পৌর মেয়র পদ প্রার্থী মোঃ খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, আমার কাজের দ্বারা যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আমাকে ভোট দিয়ে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করবেন। আমি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও ছিনতাই মুক্ত স্বচ্ছ সুন্দর সাভার গড়তে চাই। তাই এই লড়াইয়ে আপনাদের আমার পাশে চাই।

এছাড়া তিনি জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন বন্ধুমহলের আহ্বায়ক আব্দুল সবুর খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, মো: এনামুল খান, মো: শাহাদত হোসেন খান, মো: সোহেল রানা, মো: ইকবাল বাহার বাবলু, সোহেল রানাসহ এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে সাভার পৌরসভাসহ দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *