সাভারে বংশী নদীপাড়ের অবৈধ বালুর গদি উচ্ছেদ…

রোমান হোসেন, সাভার : ঢাকার সাভারের বংশী নদীর শাখা করনোপাড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও পাইপ বিকল ও ধ্বংস করে দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার। তিনি বলেন, গণমাধ্যমের খবর দেখার পর বিষয়টি আমার নজরে আসে। তারই প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। বংশী নদীর শাখা করনোপাড়া খালের ওপর অবৈধ বালুর গদি গড়ে তোলা হয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও আমরা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছি এবং এ কাজে ব্যবহৃত ড্রেজার, পাইপ বিকল ও ধ্বংস করে দিয়েছি। তিনি আরও বলেন, আগামীতে নদী ও খাল দখল করে কেউ এ ধরনের গদি গড়ে তুললে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নিরাপত্তায় সাভার মডেল থানার একটি টিম উপস্থিত ছিল এবং সাভার পৌরসভার পক্ষ থেকে ভেকু, ভলেন্টিয়ার টিম অভিযানে সহায়তা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।