সাভারে ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শকের মৃত্যু, চালক আটক

ইউএনবি নিউজ: সাভারে উল্টো পথে চলা ট্রাকের চাপায় ফজলুর রহমান নামে পুলিশের এক উপপরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ)  রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৫টায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে সাভারের বলিয়ারপুর ট্রাকপাচায় গুরতর আহত হন তিনি।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় সাভারের বলিয়ারপুর থেকে দায়িত্ব পালন শেষে সাভার মডেল থানায় ফেরার পথে বলিয়ারপুর এলাকায় তার মোটরসাইকেলটি উল্টো পথ ধরে আসা একটি ট্রাক তুলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাংলাদেশ স্পেশালাইস্ট হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুর রহমান।

এ ঘটনায় অন্যান্য বাসযাত্রী পথচারী ও স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটক ট্রাক চালকের নাম রাকিব (২৩)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, নিহত ফজলুর রহমান সাভার মডেল থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার  নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের মৃত সুনু ভুঁইয়ার ছেলে। মৃত্যুকালে এস আই ফজলুর রহমানের বয়স হয়েছিল ৩৯ বছর। তার দুই সন্তান রয়েছে । ৪ বছর বয়সী কন্যার নাম ফারহানা রহমান আয়াত ও  ২ বছর বয়সী পুত্র মশিউর রহমান আলভী।  তার স্ত্রীর নাম শাহনাজ আক্তার মেঘলা।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘাতক ট্রাকচালক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।