রোমান হোসেন, সাভার : ঢাকার সাভারে ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। ৪মার্চ মঙ্গলবার দুপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের চলমান অভিযানের প্রতিবাদে মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ কর্মসুচী পালন করেন তারা।
এসময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দের ঘন্টা পর সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তারা তাতে সাড়া না দিলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।