চ্যানেল7বিডি ডেক্স: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত জুলাই গণঅভ্যুত্থানের পর চলমান রাজনৈতিক ও সামাজিক বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংঘাত কাটিয়ে ওঠার সক্ষমতার ওপর। সবাইকে একসঙ্গে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
শহিদ পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা
আজ জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
📌 প্রধান উপদেষ্টা ২১ শহিদের পরিবার ও ৭ জন আহত ব্যক্তির হাতে সহায়তার চেক তুলে দেন।
ন্যায়বিচারের প্রতিশ্রুতি ও সহিংসতা রোধের আহ্বান
প্রধান উপদেষ্টা জনগণকে আশ্বস্ত করে বলেন, সব হত্যাকাণ্ড ও গুমের সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।
তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো মহল যেন পুনরায় সহিংসতা বা রক্তপাত ঘটাতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
তিনি বলেন,
📢 বিচার অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে। অন্যায়কে প্রতিহত করতে গিয়ে যদি আমরা নিজেরাই অন্যায় করি, তবে আমাদের ও তাদের মধ্যে পার্থক্য থাকবে না।
📢 আইন ভঙ্গকারীরা শাস্তি পাবে। তবে যারা নিরপরাধ, তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হওয়া যাবে না। এই দেশ আমাদের সবার, আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে।
সংঘাত নিরসনে সমঝোতার প্রয়োজনীয়তা
প্রধান উপদেষ্টা আরও বলেন,
📌 ভুল পথের মানুষদের সঠিক পথে আনতে হবে। তাদের বোঝাতে হবে যে তারা যা করেছে তা ভুল ছিল এবং দেশকে এগিয়ে নিতে তাদেরও দায়িত্ব আছে।
📌 স্থায়ী সংঘাত আমাদের কেবল পিছিয়ে দেবে। তাই, আমাদের সবাইকে সহিষ্ণু হতে হবে এবং ন্যায়বিচারের ভিত্তিতে দেশকে ঐক্যের পথে এগিয়ে নিতে হবে।
তথ্যসূত্র: বাসস