শ্রীপুরে রাসেল মোড়লের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ

বিশেষ প্রতিবেদন : গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি নেতা রাসেল মোড়ল এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ সহ বিভিন্ন ধরনের অপ-প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির।

গত ২৮ শে নভেম্বর বৃহস্পতিবার রিক্সার স্ট্যান্ড এর টেন্ডার জমা দেওয়া’কে কেন্দ্র করে শ্রমিক দলের সাহিদ হোসেন খোকা নামে বিএনপি’র এক কর্মীকে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে রাসেল মোড়লের উপর। ঘটনাটি ঘটেছে বরমী ইউনিয়ন পরিষদের আমতলা একটি চায়ের দোকানের সামনে।

সরজমিনে গিয়ে জানা যায়, চায়ের দোকানি সহ বিভিন্ন ব্যবসায়ীরা জানান এমন কোন ঘটনা আমাদের চোখে পড়েনি, এ বিষয়ে আমরা কিছু জানি না।

এ বিষয়ে রাসেল মোড়ল বলেন, ২৮ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক:এনামুল হক এনাম গাজীপুর জেলা ছাত্রদল শ্রীপুর উপজেলা ছাত্রদলের ইউনিটের নেতৃবৃন্দদের সাথে। এ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,আমি ব্যস্ত ছিলাম তাদের সাথে, মারামারির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও রূপকথার গল্পের মত, আমাকে প্রতিহত করার জন্য। আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার লক্ষ্যে একদল উঠেপড়ে লেগেছে হয়তো তার জন্য এমন আজগুবি ঘটনা আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *