শ্রীপুরে নকল ব্যাটারির পানি তৈরি: কারখানা মালিকের কারাদণ্ড ও জরিমানা

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে দীর্ঘ ১০ বছর ধরে হ্যামকো, ভলবো, নাভানাসহ নামিদামি ব্র্যান্ডের ব্যাটারির নকল পানি তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। ‘রয়েল ব্যাটারি’ কারখানায় শিশু শ্রমিকদের দিয়ে এসব পণ্য তৈরি করা হতো, যা ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল।

রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টুকে গ্রেফতার করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বিএসটিআই আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, “নকল ব্যাটারির পানি তৈরি ও বাজারজাত করে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এছাড়া শিশু শ্রমিকদের কাজে লাগানো হচ্ছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, “ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।