শিক্ষকরা দুর্ণীতি করলে মহান শিক্ষকতা পেশা কলংকিত হয়__হাসান উদ্দিন সরকার

সাইফুল আলম গাজীপুর : বিএনপির কেন্দ্রীয়  নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনুসারী কিছু শিক্ষক রাজনৈতিক ছত্রছায়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছিলো। বিগত ষোল বছরে এদেশের  শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি  রাজনৈতিক দলের অফিস হিসেবে ব্যবহার হয়েছে। তিনি বলেন, শিক্ষকতা হচ্ছে সমাজের সবচেয়ে সম্মানিত পেশা। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিন্তু শিক্ষকরা দুর্ণীতি করলে মহান শিক্ষকতা পেশা কলংকিত হয়। তিনি বলেন, প্রাইভেট স্কুলগুলো কর্মসংস্থান ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ  ভুমিকা রাখছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও পেশার মর্যাদা রক্ষা করে শিক্ষকতা করার আহ্বান জানান।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানা আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার  সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সভাপতি মোঃ আব্দুল মতিন প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় গত বছরের কার্যক্রমের প্রতিবেদন পেশ করা হয় এবং আগামী বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভা শেষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক, শিক্ষিকা এবং অতিথিরা অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগ করে নিতে সবাই একত্রে মধ্যাহ্নভোজে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত সকলে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আতিকুল ইসলাম, যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন, বিশিষ্ট সমাজ সেবক শামীম বেপারী, এসোসিয়েশন নেতৃবৃন্দ ও পশ্চিম থানা এলাকার সকল প্রাইভেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *