রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

অনলাইন ডেক্স: রাজশাহীর তানোরে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হাতে বাস শ্রমিক, মালিক এবং প্রতিনিধি মারধরের ঘটনায় রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকরা। এই পরিস্থিতিতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তানোরের গোল্লাপাড়া বাজারে দুটি বাসের ছয়জন শ্রমিককে মারধর করেন অটোরিকশা চালকরা। আহত শ্রমিকদের উদ্ধার করতে গেলে এক বাস মালিক এবং এক শ্রমিক প্রতিনিধিকেও মারধরের শিকার হতে হয়।

মারধরের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা। শিরোইল বাস টার্মিনালে বাস শ্রমিকরা যাত্রীবাহী বাস দিয়ে রাস্তা অবরোধ করেন। পরে সেনাবাহিনী এসে অবরোধ সরিয়ে নেয়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “তানোরে সিএনজিচালিত অটোরিকশাচালকরা আমাদের ছয়জন শ্রমিককে রক্তাক্ত করেছেন। তারা জানিয়ে দিয়েছেন, এ ঘটনার মীমাংসা না হওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না।

তিনি আরও অভিযোগ করেন, “তানোর রুটে ৪০টি সিএনজিচালিত অটোরিকশা চালানোর অনুমতি থাকলেও এর দ্বিগুণ চলছে। এই বিষয়ে কথা বলতে গিয়েই আমাদের শ্রমিকরা হামলার শিকার হয়েছেন। কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

বাস চলাচল বন্ধ থাকায় পুরো অঞ্চলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের অপেক্ষায় সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *