চ্যানেল7বিডি ডেক্স: ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে উপস্থিত বিএনপি নেতারা
বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরকারের কঠোর অবস্থান
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এতে কোনো নিরীহ ব্যক্তি বা রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছি। মানবাধিকার লঙ্ঘন চাই না এবং তা ঘটবে না।
বিএনপির দাবি ও প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া
বিএনপি নেতারা বৈঠকে চলমান অভিযানে মানবাধিকার রক্ষার নিশ্চয়তা চান
তথ্যসূত্র: বাসস