ময়মনসিংহে বাসচাপায় মা ও ২ মেয়েসহ নিহত ৪, আহত ২

ইউএনবি নিউজ: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়েসহ চারজন নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), গৌরীপুর উপজেলার ভাঙনামারি চরের মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।

আহতরা হলেন— ভাঙনামারির নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী (২০) ও মোহাম্মদ মানিক মিয়ার মাহি (১৪)। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজাহারুল আনোয়ার এই দুর্ঘটনার সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস গৌরীপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকসাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *