ইউএনবি নিউজ: ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় আব্দুল হেকিম ও আজমলা খাতুন নামে এক দম্পত্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা চুরখাই পাড়াইল এলাকার বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘আব্দুল ও তার স্ত্রী চুরখাই মোড়ের রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী দুজনেই নিহত হন।’
তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’