মোঃতাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।সোমবার
০৩ ই মার্চ বিকালে উপজেলার মনোহরদী বাজারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট এম.এ মুহাইমিন আল জিহান নেতৃত্বে মুদির দোকান,ফলের দোকান,
মাছ বাজার,গুড়ের দোকান ও ইফতারির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না লটকিয়ে রাখা,
এমনভাবে পণ্য সামগ্রী রাখা যাতে সেবা গ্রহীতার স্বাস্থ্যহানি ঘটতে পারে এমন অপরাধে তিনজন ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ” বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়।
এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সজিব ফকির,সার্টিফিকেট সহকারী, মোঃজাহাঙ্গীর আলম, মোঃনাসির উদ্দিন,টুটুল বাস্পর এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।