মনোহরদীতে শত বছরের রাস্তা বন্ধ করার অভিযোগ, দুর্ভোগে শতাধিক পরিবার।

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শত বছরের পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে শতাধিক পরিবার  ও মসজিদের মুসল্লীদের যাতায়াতের বাঁধা সৃষ্টি হয়েছে। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা মধ্যপাড়া গ্রামের এমন ঘটনা। এ ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী হিমেল মিয়া বলেন, সমাজের মসজিদের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ করে দিয়েছেন ছায়েব আলীর ছেলে হানিফ মিয়া ও তার পরিবার। শতবছরের এই রাস্তাটি পাকা করণের জন্য বরাদ্দ আসলেও তাদের জন্য করা যায়নি। উক্ত রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এমনকি মুসল্লীদের বিরুদ্ধে নরসিংদী আদালতে মিথা মামলা দায়ের করেছেন। স্থানীয়দের ফাঁসাতে কয়েকদিন আগে নিজের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। পরিবারের সদস্যরা মিলে একে অপরকে বেঁধে রেখে ভিডিও প্রকাশ করা হয়। তাছাড়া মসজিদে আসা-যাওয়ার সময় মুসল্লীদের অকথ্য ভাষায় গালাগাল করেন হানিফার স্ত্রী নার্গিস বেগম। 

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে হানিফার বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পাওয়া যায়। এমনকি মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, স্থানীয়দের মসজিদে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করা দুঃখজনক। সহকারী কমিশনারকে (ভূমি) সঙ্গে নিয়ে সরেজমিনে দেখে আসছি। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ওই পরিবারকে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *