ভারতীয় মিডিয়ার দাবি খণ্ডন: মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরানোর নির্দেশনা ভুয়া

চ্যানেল7বিডি ডেক্স: তথ্য মন্ত্রণালয় ভারতীয় মিডিয়ার দাবি খণ্ডন করে জানিয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরানোর নির্দেশনা ভুয়া। পিআইবি ফ্যাক্ট চেক টিমের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন।

তথ্য মন্ত্রণালয় ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথিত নির্দেশনার দাবিকে ‘ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খণ্ডন করেছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক টিমের তদন্তে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় মিডিয়ার মিথ্যা দাবি:
কিছু ভারতীয় মিডিয়া সম্প্রতি দাবি করেছে যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি রেডিও ও টেলিভিশনে মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছেন। তাদের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে:

মুক্তিযুদ্ধকালীন গণহত্যা নিয়ে কনটেন্ট প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তানকে মুক্তিযুদ্ধের গণহত্যার জন্য দায়ী করা যাবে না এবং পাকিস্তানি নেতাদের সমালোচনা করা যাবে না।

১৯৫২ থেকে ১৯৭১ সালের সকল দলিল ও ভিডিও প্রমাণ ধ্বংস করার নির্দেশ দেয়া হয়েছে।

পিআইবির তদন্ত ও সত্যতা:
পিআইবি ফ্যাক্ট চেক টিমের তদন্তে দেখা গেছে, ভারতীয় মিডিয়ার এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। অন্তবর্তী সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরানোর কোনো নির্দেশনা দেয়নি। ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ বেতারের একটি অফিস আদেশের তথ্য বিকৃত করে এই মিথ্যা খবর প্রচার করেছে।

বাংলাদেশ বেতারের অফিস আদেশের প্রকৃত তথ্য:
২ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের প্রশাসন ও আর্থিক বিভাগের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে:

বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র/ইউনিটের ওয়েবসাইট ও ফেসবুক পেজ পর্যালোচনা করে সরকারি নীতির সঙ্গে সাংঘর্ষিক ছবি, তথ্য ও কনটেন্ট সরানোর অনুরোধ করা হয়েছে।

২ ফেব্রুয়ারি দুপুর ৩টার মধ্যে প্রধান কার্যালয়ের প্রশাসনিক উইংকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

এই আদেশে মুক্তিযুদ্ধ বা পাকিস্তান সম্পর্কে কোনো নির্দেশনা বা আলোচনা ছিল না।

তথ্য মন্ত্রণালয়ের বক্তব্য:
তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় মিডিয়ার প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট সরানোর কোনো নির্দেশনা দেয়া হয়নি। এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণও পাওয়া যায়নি।

সর্বশেষ অবস্থা:
পিআইবি ফ্যাক্ট চেক টিমের তদন্তে ভারতীয় মিডিয়ার দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস ও মূল্যবোধ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *