চ্যানেল7বিডি ডেক্স: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কারে সম্মত হয়, তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তবে ব্যাপক সংস্কারের প্রয়োজন হলে নির্বাচন ২০২৬ সালের জুনের মধ্যে আয়োজন করা হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘রাইট টু ফ্রিডম’-এর কর্মকর্তাদের সাথে বৈঠক
বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাইট টু ফ্রিডম সংস্থার সভাপতি, রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক, সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলোভিচের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে মানবাধিকার সংস্থাটির বাংলাদেশ কার্যক্রম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জুলাই সনদ আমাদের পথ দেখাবে। ছয়টি কমিশনের প্রস্তাবিত সংস্কার চূড়ান্ত হলে রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করবে, যা গণতান্ত্রিক রূপান্তরের একটি বড় পদক্ষেপ।
বাংলাদেশ-মার্কিন সম্পর্ক ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা
বৈঠকে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমার শরণার্থীদের সহায়তার ক্রমহ্রাস, আগের সরকারের দুর্নীতি ইত্যাদি বিষয়েও আলোচনা হয়।
মাইলাম ও দানিলোভিচ বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে বলেন, ভুয়া তথ্য মোকাবিলায় কার্যকর পদক্ষেপ জরুরি।
এই আলোচনার ভিত্তিতে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে।
তথ্যসূত্র: বাসস