বড়াইগ্রামে শিশু জুঁই’য়ের খুনীদের বিচার দাবিতে ছাত্র অধিকার পরিষদ ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন

ইউসুফ হোসাইন নাটোর: নাটোরের বড়াইগ্রামে মাদরাসা ছাত্রী আকলিমা আক্তার জুঁই (৭) কে ধর্ষণের পর শ^াসরোধে হত্যা ও অ্যাসিডে মুখ পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িত খুনীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে উপজেলার লক্ষ্মীকোল বাজারে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধনকালে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল বাশার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক বিপ্লব রানা ও সাবেক আহ্বায়ক মেহেদী হাসান ইমন বক্তব্য রাখেন। এর আগে রাজাপুর অনার্স কলেজ শাখা ছাত্রদল ও চান্দাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে একই দাবিতে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে খুনীদের লোমহর্ষক এ হত্যাকান্ডে জড়িতদের সনাক্তদের চিহ্নিত করাসহ তাদের কঠোর শাস্তির দাবি জানান।প্রসঙ্গত, সোমবার দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ হয় প্রবাসী জাহিরুল ইসলামের শিশুকন্যা জুঁই। পরদিন বাড়ির অদুরে একটি ভুট্টা খেতে তার বিবস্ত্র ও মুখম-ল অ্যাসিডে ঝলসানো লাশ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *