বড়াইগ্রামের ৬ ধর্মপল্লীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৬টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনটি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন হিসেবে পালন করা হয়। এ উপলক্ষ্যে নাটোর জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বড়াইগ্রামের বনপাড়া লুর্দের রানী মা মারিয়া গির্জায় সকাল সোয়া ৭টা ও ৯টায় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। এই খ্রিস্টযাগ পরিচালনা করেন পাল—পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল—পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ ও ফাদার পিউস গমেজ।

খ্রিস্টযাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. আব্দুল কাদের মিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এম লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, সদস্য সচিব রফিক সরদার, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমান সহ বিভিন্ন সুধীজন। পরে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইভাবে উপজেলার বোর্ণী, রাজাপুর, মানগাছা, ভবানীপুর, কুমরুল ধর্মপল্লীতে আনন্দমুখর পরিবেশে বড়দিন পালন করেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, প্রতিটি ধর্মপল্লীর গির্জায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়োজিত ছিল। খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে বড়দিন পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *