ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে আলোচনায় বসতে চায় সরকার

চ্যানেল7বিডি ডেক্স: চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায়। আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইনে প্রকাশ করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ের সংস্কারের সুপারিশ করেছে। কিছু সংস্কার দীর্ঘমেয়াদি, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। তবে জরুরি সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগেই বাস্তবায়নের আশা করা হচ্ছে।

আইন উপদেষ্টা আরও বলেন, মধ্যমেয়াদি সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর নির্ভর করবে বাস্তবায়ন প্রক্রিয়া। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই। তারা যদি রোজার মধ্যেও আলোচনায় আগ্রহী থাকেন, তাহলে সেটিও বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার বিষয়ে তাদের অধিকার রয়েছে। তবে “দ্রুত” বলতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিব একাধিকবার জানিয়েছেন, নির্বাচন এ বছরের শেষের দিকে বা আগামী বছরের জুনের আগেই হবে। তবে বর্ষার বিষয়টি মাথায় রেখে নির্বাচন মার্চ বা এপ্রিলেও হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল নীতির কারণে পতিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে।

এই মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *