প্রবাসীদের পাসপোর্ট বিষয়ে সুখবর দিলো সরকার

অনলাইন ডেক্স: প্রবাসীদের পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে—এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি আগের সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি আনতে কার্যক্রম জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

আজাদ মজুমদার বলেন, “প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসীদের দূতাবাসে গিয়ে খোঁজ নিতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তির নম্বরে এসএমএস পাঠানো হবে।”

তিনি আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং ছিল। গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে। দ্রুততম সময়ে এসব পাসপোর্ট দূতাবাসে পাঠানো হবে এবং আশা করা হচ্ছে এক মাসের মধ্যেই সবাই পাসপোর্ট পেয়ে যাবেন।

সরকার প্রবাসীদের ই-পাসপোর্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

এর আগে, ১১ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট বিতরণ শুরু হবে। প্রথমে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অন্যান্য উচ্চ চাহিদাসম্পন্ন দেশে পর্যায়ক্রমে পাসপোর্ট পাঠানো হবে।

ড. আসিফ নজরুল বলেন, “এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, আগামী দুই-তিন বছরের মধ্যে আর কোনো সংকট থাকবে না। যারা আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *