চ্যানেল7বিডি ডেক্স: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ফিসারি থেকে মাছ চুরির ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে মাছবোঝাই একটি হ্যান্ডট্রলি নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
১৬ জনের বিরুদ্ধে মামলা, ৩ জন গ্রেপ্তার
এ ঘটনায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন চেলাপায়া বিলের ইজারাদার পারভেজ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন:
সাব্বির ইবনে মাসুম (২৭) – খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি
আজহারুল আলম সাগর (২৮) – খালিয়াজুরী সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক
রাহিমুল মিয়া (২৪) – স্থানীয় বাসিন্দা
তারা সবাই উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
রাতের আঁধারে মাছ লুট, নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ
এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নগর ইউনিয়নের চেলাপায়া ফিসারিতে ঢুকে বাদিকে গালাগাল করেন অভিযুক্তরা। বাধা দিলে তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর তারা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেন এবং আইড়, বোয়াল, গজার, পুঁটি সহ প্রায় ২০ মণ মাছ লুট করেন, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১২ হাজার টাকা।
পুলিশি অভিযানে মাছ জব্দ, তিনজন আটক
মঙ্গলবার সকালে মাছবোঝাই হ্যান্ডট্রলি মদন উপজেলার দিকে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশে অভিযোগ করেন ইজারাদার। পরে খালিয়াজুরী-মদন সড়কের নূরপুর বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাছ জব্দ ও তিনজনকে আটক করা হয়।
ছাত্রদলের অবস্থান ও পুলিশের মন্তব্য
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। ছাত্রদলে কোনো চাঁদাবাজ বা চোরের স্থান নেই। অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের আদালতে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: ইউএনবি নিউজ