চ্যানেল7বিডি ডেক্স: তারুণ্যের উদ্দীপনায় মশিউর রহমান ডিগ্রি কলেজে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শনিবার (১ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতা বিকেলে পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হয়।
উদ্বোধন ও অতিথিরা
প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল পারভেজ।
প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথিদের বক্তব্য
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম
যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা
সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম
কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য মো. আকতারুজ্জামান
অনুষ্ঠান পরিচালনা
ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি প্রভাষক শাহ মো. আবু মোক্তাদির ও সহকারী অধ্যাপক মৃণাল কান্তি রায় পরিচালনা করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
তথ্যসূত্র: বাসস