নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার দাবি ছাত্রশিবিরের

অনলাইন ডেক্স: নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর ছাত্রশিবিরের আয়োজনে একটি গণমিছিল বের হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জুলাই গণহত্যার বিচার দাবি
সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও যারা বাংলাদেশকে স্বৈরশাসনের অন্ধকারে ঠেলে দিয়েছিল, বাকশাল কায়েম করে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তাদের বিচার এখনো হয়নি। সাধারণ ছাত্র ও জনতাকে যারা নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচারের দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। বাংলার মাটিতে তাদের বিচার করেই পরবর্তী নির্বাচনের দিকে যেতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এখন সময়ের দাবি।

গণমিছিলে উপস্থিত নেতৃবৃন্দ
গণমিছিলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ও মানবাধিকার সম্পাদক সিফাত আলম।

ছাত্রশিবির নেতারা নির্বাচনের আগে বিচারের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তথ্যসূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।