জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ৯ জুয়াড়ি ও ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে করেছে নালিতাবাড়ী থানা পুলিশ ।
৫ মার্চ বুধবার রাতে উপজেলার তারানি এলাকা থেকে ৯ জুয়াড়ি ও পৌরশহরের নালিতাবাড়ী বাজার থেকে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।
আটক হওয়া জুয়াড়িরা হলেন উপজেলার কালাকুমা এলাকার আমজাদ আলীর ছেলে আকরাম হোসেন (২৫), একিন আলীর ছেলে আফজাল হোসেন (২৭), নিজাম উদ্দীনের ছেলে হুমায়ুন (৩২), রমিজ উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন (৩৪) এবং তারানী এলাকার নেওয়াজ আলীর ছেলে মামুন মিয়া (২৬), মাইজ উদ্দীনের ছেলে নুরুল হক(৩২), নেকবর আলীর ছেলে শাহ আলম (৩৮), লাল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও সাইফুল ইসলামের ছেলে সাইম মিয়া (২১)। আটক হওয়া মাদক কারবারিরা হলেন
পৌরশহরের আড়াইআনী এলাকার জালাল উদ্দীনের ছেলে সাব্বির হোসেন শান্ত (২৪) ও চকপাড়া এলাকার ফজলুল হকের ছেলে রবিউল হাসান (২৪)।
পুলিশ জানায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে উপজেলার তারানি এলাকায় একটি বসতঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করা হয় ৷ পরবর্তীতে পৌরশহরের আড়াইআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়৷
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান দু’টি পৃথক অভিযানে ৯ জুয়াড়ি ও ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ (৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।