ইউসুফ হুসাইন লালপুর নাটোর // নাটোর নবাব সিরাজ উদ- দৌলা সরকারী কলেজের এক শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজের সামনে এই কর্মসুচি পালিত হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন কলেজের এক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ ম্যাসেজ করেন। এছাড়াও গত ২৮ তারিখে কলেজে প্যাটিক্যাল খাতা জমা দিতে আসলে ঐ ছাত্রীকে আবারো তাকে কু প্রস্তাব দেন তিনি। পরে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী প্রিন্সিপালের কাছে সহকারী অধ্যাপক ফারুক হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে প্রিন্সিপাল আব্দুল বারী মির্জা ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেবার আশ্বাস দেন। যদি এই তিন কার্য দিবসে ব্যবস্থা না নেয়া হয় তাহলে আবারো রাজপথে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা।