জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম গ্রামে হুমকি দিয়ে ভ্যান চালকের ১৮ কাটা জনিতে ঘাসমারা বিষ দিয়ে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিন মৈনমের মৃত রিয়াজ মন্ডলেের ছেলে মিরাজ মন্ডল ভ্যান চালিয়ে পরিবার নিয়ে কোনরকম ভাবে জীবন-যাপন করতেন। চলতি বছরে পার্শবর্তী মৃত মহিম মন্ডলের ছেলে আজাদের কাছ থেকে টাকার বিনিময়ে ওই ১৮ কাঠা জমি লিজ হিসেবে নেয় এবং অনেক স্বপ্ন নিয়ে সেই জমিতে ধান রোপন করেন। ধান আর ১৫ দিনের মধ্যেই কেটে নিয়ে ঘরে তুলবেন স্বপ্ন দেখছিলেন মিরাজ মন্ডলসহ তার পরিবার।
গতকাল (১৯ এপ্রিল) শনিবার সকাল ১১টায় সময় জমিতে গিয়ে দেখতে পান তার জমিতে নির্মম ভাবে ঘাসমারা বিষ ছিটিয়ে প্রায় সমস্ত ধান নষ্ট করে দিয়েছে। গরীবের ওইটুকুই ছিল তার সম্পদ বা স্বপ্ন সেটিও ধুলিসাৎ হয়ে যায়। ভ্যান চালক মিরাজ অভিযোগ করে বলেন,তার লিজ নেওয়ার পূর্বে ৩/৪ বছর ধরে জমিটি স্থানীয় পার্শবর্তী মঞ্জিলার ছেলে আতাহার লিজ নিয়ে ফসল করতো। কিন্তু জমির মালিক আজাদের সাথে সঠিকমত বণিবনা না হওয়ায়, জমিটি পরবর্তীতে তার কাছে লিজ দেয়।
মিরাজ বলেন, ধান রোপনের সময় সেই আতাহার এসে তাকে বিভিন্ন ধরনের শাষন-গর্জন করে বলে, সে ছাড়া কেহ এই জমিতে ফসল ফলাতে পারবে না বা সে কোন ভাবেই ফসল করতে দেবে না। মিরাজ তাকে বলেন,আপনার সাথে বণিবনা না হওয়ার জন্যই তো জমিটি আমাকে লিজ দিয়েছে,আপনি সঠিক থাকলে তো আমাকে লিজ দিতো না এতে আমার কি দোষ কিন্তু এরপরও আতাহার কাজের লোকসহ স্থানীয় একাধিক লোকজনের সামনেই তাকে হুমকি দিয়ে বলে,ধান রোপন করছিস্ কিন্তু ধান ঘরে নিয়ে যেতে দেবো না।
সেই হুমকির কারণেই এই নির্মম জগন্য কাজ আতাহারের দ্বারাই সম্ভব এবং সে ছাড়া আর কেহ এমন কাজ করতে পারে না বলে সে জানায়। এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের জানালে তারা এসে জমিটি দেখে গিয়েছে এবং এর বিচার তারা করতে পারবেনা বলে জানাই জন্য সঠিক বিচারের আশায় মান্দা থানার স্বরণাপন্ন হবেন বলে তিনি জানান।
এ বিষয়ে আতাহারে সাথে মোবাইলে কথা হলে সে অস্বীকার করে জানায়, ঘাসমারা বিষ সে দেয় নাই তবে মিরাজের সাথে গোন্ডগোল হয়েছিল সেটা সে অকপটে স্বীকার করে।