ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক দম্পতিসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পোশাক শ্রমিক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস।

এর আগে, রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানাধীন সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩২) ও তার স্ত্রী শারমিন (২৮)। অপরজন মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে সুভাষ লৌহকার (৭৫)।

পুলিশ জানায়, গত রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন বাবুল-শারমিন দম্পতি। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই দম্পতি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে, গতরাতেই বালিথা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাষ লৌহকার নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, পৃথক ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *