দেশের স্বার্থে আমরা জামায়াতের সাথে একাত্ত : মির্জা আব্বাস

অনলাইন ডেক্স: জামায়াতসহ অন্যান্য ইসলামি দলের নেতাদের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একতাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এক্ষেত্রে কোনো আপস করা হবে না।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘পাশের বাড়িতে আগুন লাগলে নিজের ঘরও রক্ষা পায় না।’ তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা ভারত থেকে পরিচালিত হচ্ছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার অপচেষ্টা চলছে। ইসলামে সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম। একটার পর একটা অস্থিতিশীল ঘটনা ঘটছে, কখনও আগুন, কখনও গুজব ছড়ানো হচ্ছে।’

২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে সময় নৃশংসভাবে আলেম-ওলামাদের হত্যা করা হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন।

তিনি আরও বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনেক ইসলামি দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং অনেকেই কারাভোগ করেছেন। এখন সেই পরিস্থিতি কেটেছে। আমরা আবারও নির্বিঘ্নে নারায়ে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিতে পারছি।’

মির্জা আব্বাস বলেন, ‘আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের ৩১ দফার মধ্যে একটি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে। কারণ জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান মির্জা আব্বাস।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এ অধিবেশনে মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *