দেড় যুগ পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি

চ্যানেল7বিডি ডেক্স: নীলফামারীতে দেড় যুগ ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেম (৬৮) অবশেষে গ্রেপ্তার হয়েছে। র‌্যাবের সহযোগিতায় তাকে শনিবার গাজীপুর থেকে আটক করে পুলিশ, পরে আজ রোববার তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কাশেম নীলফামারী জেলা শহরের বাড়াইপাড়া মহল্লার মৃত আলী জানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ আগস্ট তিনি তার দ্বিতীয় স্ত্রী বেগম খাতুনকে হত্যা করে মরদেহ গোপনে দাফন করে পালিয়ে যান। পরে নিহতের বড় ভাই ইয়াসিন আলী নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে ২০২১ সালের ৩ জানুয়ারি নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আবুল কাশেমকে মৃত্যুদণ্ড দেন।

এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় শনিবার গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ রোববার নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।

তথ্যসূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।