দীর্ঘ সাত বছর পর সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

অনলাইন ডেক্স: প্রায় সাত বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরাসরি কোনো সমাবেশে যোগ দিচ্ছেন। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রায় দেড় থেকে দুই হাজার বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণের কথা রয়েছে।

খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর দীর্ঘ বিরতির পর গত ২১ নভেম্বর তিনি সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দেন। এটি ছিল তার ছয় বছরের মধ্যে প্রথম সরাসরি কর্মসূচিতে অংশগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *