দশম জাতীয় সংসদ নির্বাচনে সম্পৃক্ততার অভিযোগে পুলিশের ১০৩ কর্মকর্তার পদক বাতিল

নিজস্ব প্রতিনিধি: দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ পুলিশের ১০৩ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক বাতিল করা হয়েছে। একইসাথে এসব কর্মকর্তাদের পদক-সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্ন বর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮-এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তাদের পদক সংক্রান্ত যাবতীয় আর্থিক সুবিধা সরকারকে ফেরত দিতে হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এই সিদ্ধান্তের ফলে পুলিশ বাহিনীর অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হিসেবে পরিচিত, যেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা মহল থেকে সমালোচনা উঠে আসে। এই প্রেক্ষাপটে পদক বাতিলের এই সিদ্ধান্তকে স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।