তুরাগে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা জাকির তার ছবি এডিট করে বানোয়াট তথ্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) অপপ্রচার চালানোর বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তুরাগের ধউর এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে নুরুল হুদা জাকির জানান, একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি সবাইকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফরহাদ আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ রাব্বি, ছাত্রদল নেতা জুনায়েদ হাসান বিগল, হৃদয়, সোহাগ, ফারুক, মাহিন প্রমুখ।

এই অপপ্রচার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ছাত্রদল নেতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।