তাড়াইলে উপজেলা যুবদল নেতার বাড়িতে হামলা ও ভাইকে মারধর।

নিজস্ব প্রতিনিধি: তাড়াইল উপজেলার দাড়িয়াপুর গ্রামের শাহ উমেদ আলী পাগলের মাজার মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন (৩৩) কে মারধর ও বাড়িতে হামলা ভাঙচুর করেছে।

জানা যায়, তাড়াইল উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রবিউল হক আউয়ালের ছোট ভাই মোঃ আলমগীর হোসেন গত ৪মার্চ ২০২৫ ইং রাত আনুমানিক ১০ ঘটিকার সময় শাহ উমেদ আলী পাগলের মাজার মসজিদের কোষাধ্যক্ষ মোঃ সবুজ মিয়ার বাড়িতে বিচার সালিশ বসে, ভুক্ত-ভোগীরা জানান সালিশের চেয়ারে বসাকে কেন্দ্র করে উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া ও গ্রাম জাতীয় পার্টির সভাপতি মোঃ গণি মিয়ার নেত্রীত্বে কেনু, শাহিন, আরিফ, ফাহিম, সজিব, আলী হোসেন, হানিফ, বাবুসহ আরও ১০ -১২ জন অজ্ঞাত লোকজন  সংঘবদ্ধভাবে আলমগীরকে মারধর করে আহত করে এবং বাড়িতে প্রবেশ করে রামদা ও দেশীয় ধারালো অশ্র দিয়ে কুপিয়ে ৫-৬ টি বসত ঘর ও জিনিস পত্র ভাংচুর করে নগত অর্থ স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়।

হামলায় আহত আলমগীরের ডাক চিৎকারে লোকজন এসে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশষ্কাজনক অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

স্থানীয় ৯ নং ইউপি সদস্য মোঃ সাইফ উদ্দিন শহীদ জানান, বাড়িতে বসত ঘর ও জিনিস পত্র ভাংচুর করে এবং আলমগীরের উপর হামলার বিষয়ে তিনি শুনেছেন। বর্তমানে পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে, পরিবারের দাবী ঘরবাড়ি ভাংচুর ও ক্ষয়ক্ষতির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *