তরুণদের নেতৃত্বেই বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত: যুব ও ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল7বিডি ডেক্স: দেশের পুনর্গঠনে তরুণদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত হবে।

আজ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা নতুন স্বপ্নের ভিত্তি গড়ে দিয়েছে, যা বাস্তবায়নের জন্য তাদেরই এগিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রক্রিয়াকে সফল করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

উপদেষ্টা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়েছে। এখন তারুণ্যের শক্তিকে পুনর্জাগরিত করে দেশব্যাপী উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত হচ্ছে। পাশাপাশি, স্টেকহোল্ডারদের সমন্বয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক কাঠামোকে আরো শক্তিশালী করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তথ্যসূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।