ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত

চ্যানেল7বিডি ডেক্স: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন।

বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সারজিস আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কীভাবে দুর্ঘটনা ঘটল?
আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাওয়ার পথে ব্রিটিশ কাউন্সিলের সামনে আসেন। এসময় একটি শিশু রাস্তা পার হতে দৌড় দেয়, তখন একটি প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন,
সংবাদ পেয়ে আমরা ব্রিটিশ কাউন্সিলের সামনে গিয়ে দেখি সারজিস ভাই আহত অবস্থায় পড়ে আছেন। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। তার বাম চোখের পাশে কেটে গেছে এবং মাথায় আঘাত লেগেছে।

চিকিৎসকের আপডেট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবির হোসেন জানান,
সারজিস আলমের বাম চোখে একটি সেলাই দেওয়া হয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন।

এই দুর্ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন শিক্ষার্থীরা।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *