টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলি: মাদক কারবারি নিহত, আটক ১৬

অনলাইন ডেস্ক!! কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন মাদক কারবারি নিহত হয়েছেন এবং ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাতে টেকনাফের নাফ নদে এ ঘটনা ঘটে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে নাফ নদে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি ইঞ্জিনচালিত বোট শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড তাদের চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের মুখে বোটটি কক্সবাজারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্ট গার্ডের টহল বোট তাদের কাছাকাছি গেলে মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা পাল্টা গুলি ছোড়ে এবং বোটের ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম লক্ষ্য করে আঘাত হানে। একপর্যায়ে বোটটি থেমে যায়।

পরে বোটটি তল্লাশি করে তিনটি অস্ত্র ও তিন রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এ সময় ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়। ইঞ্জিন রুম তল্লাশির সময় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *