টঙ্গীতে ট্রাক চাপায় শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গী- কালিগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের নাম নয়ন(১৫)। তার বাবার নাম সোহাগ মিয়া।নয়নের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার চরনং চর এলাকায়। সে আরিচপুর এলাকায় জনৈক রফিক গাজীর বাড়িতে পরিবারের সাথে বাস করত। নয়ন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সপ্তম শ্রেণীতে লেখাপড়া করত। পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ ট্রাক ও ট্রাকের চালক আকরাম হোসেনকে(৪০) আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নয়ন তার চাচা কাউসারের সাথে মোটরসাইকেলের চেপে পূবাইলের হায়দরাবাদ এলাকায় যাচ্ছিলেন। তাঁরা আঞ্চলিক সড়কটির শিলমুন এলাকায় পৌছালে পেছনদিক থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়।এতে চাচা কাউসার সড়কের ছিটকে পড়ে আহত হন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন আহত কাউসার ও নয়নের লাশ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামের ভাষ্য,লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *