নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের পূবাইল শুকুন্দীরবাগে মডার্ন অর্গানিক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগে আজ ১৭ই মার্চ সোমবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মডার্ন অর্গানিক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহ আলম ফরাজি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবাইল থানা যুবদলের সাধারণ সম্পাদক মজিবর রহমান। উপস্থিত ছিলেন টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবুল।
উপস্থিত ছিলেন এডভোকেট মাসুদ মোল্লাহ। আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বায়তুল আমির জামে মসজিদের খতিব মাওলানা খ ম নুরুল আমীন, আবুল হোসেন জয় সহ আরও অনেকে।