সাইফুল আলম: গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা হায়দারাবাদ এলাকায় গত ২৭ শে এপ্রিল ২০২৫ ইং তারিখে বলৎকার এর ঘটনায় মসজিদের ইমাম রইচ উদ্দিন কে জনতা আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ইমাম সাহেবকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। পরের দিন ২৮ শে এপ্রিল ইমাম রইচ উদ্দিন জেল হাজতেই মৃত্যু বরণ করেন। ইমাম সাহেবের মৃত্যুর ঘটনায় বিভিন্ন জায়গায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় অপরাধ দক্ষিণ এর উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন টঙ্গী পূর্ব থানার কনফারেন্স রুমে গত ৩০ শে এপ্রিল রাত ১১.৩০ মিনিটের সময় সংবাদ সম্মেলন করেন।