নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালী-ঝিনাইদহ সড়কে পান্টি বাজার এলাকায় সড়কের দুই পাশে ফুটপাত ও ড্রেন নির্মাণের দাবীতে মানববন্দন করেছে এলাকাবাসী। সোমবার সকালে ডাকুয়া নদীর উপর নিমির্ত ব্রীজের ওপর এই মানববন্দন অনুষ্টিত হয় ।
মানববন্দনে কয়েকশত এলাকাবাসীর অংশ নেন। এতে মূল বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী তরুন কুমার ঘোষ।
মানববন্দনে তিনি বলেন, আমরা এলাকাবাসী অবশ্যই এলজিইডিকে ধন্যবাদ দিতে চাই ডাকুয়া নদীর উপর ব্রীজ ও দৃষ্টিনন্দন সড়ক নির্মান করার জন্য। কিন্তু সড়কে ফুটপাত ও ড্রেন না থাকায় এলাকাবাসীর বিভিন্ন সমস্যা হচ্ছে।
বিশেষ করে কুমারখালীর দক্ষিণ অঞ্চলরে পাঁচটি ইউনিয়নের মানুষ পুরোপুরি অবহেলিত । তাই এলাকাবাসীর স্বার্থে কুমারখালী-ঝিনাইদহ সড়কে পান্টি বাজার এলাকায় সড়কের দুই পাশে ফুটপাত ও ড্রেন নির্মাণ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।