কুমারখালীতে ফুটপাত-ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুমারখালী প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজার এলাকার সড়কে ফুটপাত ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা। ১১ মার্চ সকালে ডাকুয়া নদীর উপর নির্মিত সেতুর উপরে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসীরা। এসময় বিভিন্ন বয়সের শতাধিক এলাকাবাসীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে এলাকাবাসীরা বলেন- পান্টি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। এলাকার মানুষ ও ব্যবসায়ীদের সুবিধার্থে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা খুবই জরুরী। বিশেষ করে বর্ষা মৌসুমে এই এলাকার বাজার ঘাটসহ একাধিক গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অতিরিক্ত বৃষ্টিপাত হলে পান্টি বাজারের রাস্তাঘাট ডুবে যায়। এজন্য জলাবদ্ধতা নিরসনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তাছাড়া রাস্তার পাশে ফুটপাত না থাকায় মানুষকে মুল রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। যার কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এই অবস্থায় সড়কে ফুটপাত ও ড্রেন নির্মাণ বাধ্যতামূলক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী তরুন কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে এলাকার নানা শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।