আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২০ এপ্রিল) সকালে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেফতারকৃতর নাম মোঃ জিয়া দেওয়ান (৪০)। তাকে শনিবার দিবাগত মধ্যরাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার মোঃ আলী দেওয়ান নেওয়াজের ছেলে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো এলাকার ফুলবাগান রোডের এসএএস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারে অবৈধ বিদেশি পিস্তুল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান।

এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে জিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে, তার বসত বাড়ির পারিবারিক কবরস্থানে সংরক্ষিত অবস্থায় ব্যবহৃত বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসাও উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *